যুদ্ধবিরতি ভেঙে গাজ্জায় সেহরীর সময় ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল। এই হামলায় এখন পর্যন্ত ৪০৪ শহীদের খবার পাওয়া গেছে, এ সংখ্যা বাড়ছে হু হু করে। আহত আরও ৫৬২ জন।
গাজ্জার মেডিকেল সূত্রের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।
গাজ্জায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর থেকে এটিই ইসরাইলের সবচেয়ে বড় হামলা।
ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস বলছে, যুদ্ধবিরতি চুক্তি বাতিলের জন্য ইসরাইল অবরুদ্ধ ও অরক্ষিত বেসামরিক নাগরিকদের ওপর প্রতারণামূলক হামলা চালিয়েছে।
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে আলোচনায় অগ্রগতি না হওয়ায় তিনি এ হামলার নির্দেশ দিয়েছেন।
উল্লেখ্য, টানা ১৫ মাস যুদ্ধ চলার পর গত ১৯ জানুয়ারি হামাস ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি কার্যকর হয়। এর মেয়াদ ছিল ৪২ দিন। মোট তিন ধাপের মধ্যে প্রথম ধাপ শুরুর ১৬ দিনের মাথায়ই দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা শুরুর কথা ছিল। কিন্তু ইসরাইল তা করেনি। বরং তারা প্রথম ধাপের মেয়াদ বাড়ানোর দিকে জোর দিতে থাকে। তবে হামাস তা মানতে নারাজ হয়।