যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে গাজ্জায় পূর্ণমাত্রার গণহত্যা শুরু করায় নিন্দা জানিয়েছে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান।
মঙ্গলবার (১৮ মার্চ) ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের নিন্দা জানিয়ে বিবৃতি দেয় দেশটির তালেবান নেতৃত্বাধীন সরকার।
বিবৃতিতে বলা হয়, গাজ্জা উপত্যকায় নতুন করে ইসরাইলী জায়োনিস্ট সরকারের হামলা শুরুর তীব্র নিন্দা জানাচ্ছে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান। যার ফলে গতকাল তিন শতাধিক নিরীহ ফিলিস্তিনির মর্মান্তিক মৃত্যু হয়। যার অধিকাংশই নারী ও শিশু। জায়োনিস্টদের এই নৃশংস আগ্রাসন শুধু মানবাধিকার ও আন্তর্জাতিক আইনই লঙ্ঘন করে না বরং মনুষ্যত্বের মূলকেও অগ্রাহ্য করে।
আফগান ইমারাত সরকার আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষত প্রভাবশালী দেশগুলোর প্রতি ফিলিস্তিনের নিপীড়িত জনগণের পাশে দৃঢ় অবস্থানের আহবান পুনর্ব্যক্ত করছে। পুনর্ব্যক্ত করছে আগ্রাসন ও দখলদারিত্বের অবসান ঘটাতে চূড়ান্ত সিদ্ধান্ত ও বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়ার।
এছাড়া আফগান ইমারাত সরকার ফিলিস্তিনের স্বার্থ ও সমস্যাকে মুসলিম উম্মাহর কেন্দ্রীয় ও সামগ্রিক বিষয় বলে মনে করে। তাদের সশস্ত্র সংগ্রাম ও প্রতিরোধকে ন্যায্য ও সহজাত অধিকার হিসেবে স্বীকৃতি দেয় এবং সমর্থন জানায়। ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান সর্বদা এতে সমর্থন দিয়ে যাবে।
সূত্র: আল ইমারাহ