শুক্রবার | ৭ নভেম্বর | ২০২৫

তথ্য ফাঁসের অভিযোগে ফেসবুকের বিরুদ্ধে গণমামলার প্রস্তুতি

১০৬ দেশের ৫৩ কোটি ৩০ লাখেরও বেশি ফেসবুক ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য ইন্টারনেটে ফাঁস হওয়ার ঘটনায় প্রতিকার চেয়ে আইনি পদক্ষেপ নিতে যাচ্ছেন ভুক্তভোগীরা। গণহারে ফেসবুকের বিরুদ্ধে এই মামলা করার সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ভিত্তিক ডিজিটাল প্রাইভেসি সংশ্নিষ্ট একটি প্রতিষ্ঠান।

সম্প্রতি ফাঁস হওয়া তথ্যের মধ্যে রয়েছে ফেসবুক ব্যবহারকারীদের নাম, ফোন নম্বর, জন্ম তারিখ, কিছু ই-মেইল ঠিকানা, স্ট্যাটাস, অবস্থানসহ বিভিন্ন ব্যক্তিগত ডেটা। তথ্য ফাঁস হওয়াদের মধ্যে বাংলাদেশেরই রয়েছে ৩৮ লাখ ব্যবহারকারী। তিন কোটি ২০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁস হয়ে এ তালিকায় শীর্ষে রয়েছে আমেরিকা। এছাড়া আমেরিকার রয়েছে এক কোটি ১০ লাখ এবং ভারতের ৬০ লাখ ব্যবহারকারী।

তথ্য ফাঁস হওয়ার ঘটনায় ফেসবুকের বিরুদ্ধে আইরিশ আদালতে গণমামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে ডিজিটাল রাইটস আয়ারল্যান্ড নামের একটি সংস্থা। সংস্থাটি ইউরোপীয় ইউনিয়নভুক্ত ব্যবহারকারীদের পক্ষে মামলা দায়ের করতে যাচ্ছে। এ সম্পর্কে ডিজিটাল রাইটস আয়ারল্যান্ডের পরিচালক অ্যান্টন ও’ লাচটনাইন গণমাধ্যমকে বলেছেন, ফেসবুকের বিরুদ্ধে এটাই প্রথম কোনো গণআইনি পদক্ষেপ, তবে এটাই শেষ নয়। আইন অনুযায়ী ব্যবহারকারীদের তথ্যের সুরক্ষা দেওয়া ফেসবুকের দায়িত্ব।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img