ইস্তাম্বুলে চলমান কূটনৈতিক প্রক্রিয়া ও পাক জনগণের সুরক্ষায় আফগান সেনারা পাকিস্তানের আজকের হামলার সামরিক প্রতিক্রিয়া দেখানো থেকে বিরত রয়েছে বলে মন্তব্য করেছেন ইমারাতে ইসলামিয়া সরকারের মুখপাত্র মাওলানা জাবিহুল্লাহ মুজাহিদ।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) ইস্তাম্বুলে শুরু হওয়া ৩য় দফার আলোচনার দিকে ইঙ্গিত করে তিনি বলেন, চলমান কূটনৈতিক প্রক্রিয়া ও পাক জনগণের সুরক্ষায় আফগান সেনারা পাকিস্তানের আজকের হামলার সামরিক প্রতিক্রিয়া দেখানো থেকে বিরত রয়েছে
পাকিস্তানের পুনরায় যুদ্ধবিরতি লঙ্ঘন প্রসঙ্গে এক এক্স বার্তায় তিনি একথা বলেন।
তিনি আরো বলেন, স্পিন বোলদাকে নতুন করে পাকিস্তানের আক্রমণ ইস্তাম্বুলে শুরু হওয়া ৩য় দফার আলোচনাকে ব্যাহত করেছে।
একে পাকিস্তানের বিশ্বাসঘাতকতা আখ্যা দিয়ে তিনি বলেন, গত অধিবেশনে (২য় দফার আলোচনায়) যুদ্ধবিরতি বজায় রাখার এবং বর্ধিত করার স্পষ্ট চুক্তি সত্ত্বেও এভাবে অঙ্গীকার ভঙ্গ করা খুবই উদ্বেগের।
প্রসঙ্গত, দেশটির এক সরকারি সূত্রের বরাতে তলো নিউজের প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের সেনারা আজ বিকেলে কান্দাহারের স্পিন বোলদাকে গুলি ও মর্টার শেল দিয়ে বেসামরিক স্থাপনা ও বাণিজ্য বাজারে হামলা চালিয়েছে। এতে এখন পর্যন্ত ২জন নিহত ও ৪ জন আহত হয়েছে।
সরকারি সূত্রটির তথ্যমতে, পাকিস্তান আজ একবার নয় বরং সকালে ও বিকেলে দুই দুইবার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে।
আফগানিস্তানে নিযুক্ত আমেরিকার সাবেক বিশেষ প্রতিনিধি জালমী খলিলজাদও পাকিস্তানের হামলাকে যুদ্ধবিরতি লঙ্ঘন বলে অভিহিত করেছেন এবং ইসলামাবাদকে বিষয়টি স্পষ্ট করার আহ্বান জানিয়েছেন।
সূত্র: হুররিয়াত রেডিও









