বৃহস্পতিবার | ১৫ জানুয়ারি | ২০২৬
spot_img

বিশ্ব বাণিজ্যের প্রাণকেন্দ্র হওয়ার সম্ভাবনা নিয়ে তুরস্কে উদ্বোধন হলো “ইস্তাম্বুল ফিন্যান্স সেন্টার”

তুরস্কে বিশ্ব বাণিজ্য ও অর্থনীতির প্রাণকেন্দ্র হওয়ার সম্ভাবনা নিয়ে উদ্বোধন হলো “ইস্তাম্বুল ফিন্যান্স সেন্টার”।

সোমবার (১৭ এপ্রিল) তুরস্কের এশিয়া অংশে ফিন্যান্স সেন্টারটির উদ্বোধন করেন দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান।

উদ্বোনকালে এই প্রভাবশালী নেতা ও মুসলিম ব্যক্তিত্ব বলেন, বিশ্ব বাণিজ্য ও অর্থনীতি পশ্চিম থেকে পূর্বে সরে যাওয়ার বিষয়টি এখন অস্পষ্ট কিছু নয়। এশিয়া ও ইউরোপের মধ্যকার বাণিজ্য প্রতিযোগিতা এবং তুরস্কের ভৌগলিক অবস্থানের কারণে নতুন সুযোগ তৈরি হয়েছে ইস্তাম্বুলের। আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠছি আমরা।

এরদোগান বলেন, এটিও আমাদের দূরদর্শী প্রজেক্টগুলোর অন্যতম। এই অঞ্চলের বাণিজ্য ও অর্থনীতির প্রাণকেন্দ্রে পরিণত হতে এবং বিশ্ব অর্থনীতিতে তুরস্কের অবস্থান আরো শক্তিশালী করতে সাধারণ আকারের ভবনের পাশাপাশি এশিয়া অংশে আমরা বিশাল বিশাল আকাশচুম্বী ভবন গড়ে তুলেছি।

দেশের সকল আর্থিক প্রতিষ্ঠানের পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক আর্থিক-বাণিজ্যিক প্রতিষ্ঠানও আমাদের এই ফিন্যান্স ভিলেজ থেকে তাদের কার্যক্রম পরিচালনা করবে।

ভৌগোলিকভাবে ৩ মহাদেশের কেন্দ্রবিন্দুতে অবস্থান করায় এই ফিন্যান্স ভিলেজটি ইস্তাম্বুলে একটি নতুন ধরণের ইকোসিস্টেম তৈরি করবে যা এশিয়া, ইউরোপ এবং আফ্রিকাকে সংযুক্ত করবে। একারণে তুরস্কে বিনিয়োগের আকর্ষণও বৃদ্ধি পাবে।

জানা যায়, ইস্তাম্বুল ফিন্যান্স সেন্টারটি তুরস্কের সবচেয়ে ব্যয়বহুল প্রজেক্টগুলোর অন্যতম। এটির পেছনে ৬৫ বিলিয়ন লিরা বা ৩.৩ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে দেশটি।

নিউইয়র্ক, লন্ডন ও দুবাইয়ের ফিন্যান্স-ট্রেড সেন্টারগুলো থেকে কোনো অংশে কম নয় তুরস্কের এই ফিন্যান্স সেন্টারটি।

এতে রয়েছে ১.৩ মিলিয়ন বর্গমিটার জুড়ে বিস্তৃত সুবিশাল অফিস এরিয়া। প্রায় ১লক্ষ বর্গ মিটার আয়তনের বিশাল শপিং মল। ২ হাজার ১শ থেকেও বেশি ধারণ ক্ষমতাসম্পন্ন কংগ্রেস হল। ৩৪ হাজার বর্গ মিটার আয়তনের একটি পাঁচ তারকা মানের হোটেল এবং ২৬ হাজার ৫শ গাড়ির ধারণ ক্ষমতাসম্পন্ন পার্কিং লট।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ