বৃহস্পতিবার | ১৫ জানুয়ারি | ২০২৬
spot_img

রমজানের মধ্যেই শেষ হবে ভূমিকম্পের ধ্বংসাবশেষ অপসারণের কাজ : এরদোগান

তুরস্কের হাতায় ব্যতিত সমস্ত প্রদেশে পবিত্র রমজান মাসের মধ্যেই ভয়াবহ ভূমিকম্পের ধ্বংসাবশেষ অপসারণের কাজ শেষ করা হবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান।

সোমবার (১৭ এপ্রিল) ইস্তাম্বুলের উস্কুদার জেলায় একটি ইফতার অনুষ্ঠানের বক্তব্যে তিনি এ বিষয়টি জানান।

প্রেসিডেন্ট এরদোগান বলেন, “আগামী শুক্রবারের মধ্যে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ১০ টি প্রদেশের ধ্বংসাবশেষ অপসরনের কাজ শেষ হবে।”

তিনি আরো বলেন, “যারা মারা গেছে তাদের আমরা কখনোই ফিরিয়ে আনতে পারব না। তবে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য ক্ষতিপূরণ প্রদানে আমরা দৃঢ়প্রতিজ্ঞ।”

ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তুরস্কের হাতায় প্রদেশ। এরদোগান জানিয়েছেন, ৬ লাখ ৫০ হাজার বাড়ি সম্পূর্ণ না হওয়া পর্যন্ত তুরস্ক সরকার এসব অঞ্চল ছেড়ে যাবে না।

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত প্রদেশ গুলিতে ধ্বংসাবশেষ অপসরণের কার্যক্রম চলমান রয়েছে। ভয়াবহ এ ভূমিকম্প প্রাণ গিয়েছে পঞ্চাশ হাজারেরও বেশি মানুষের।

জাতিসংঘের ইউএনডিপি প্রোগ্রামের একজন প্রতিনিধির মতে, তুরস্কের ভয়াবহ ভূমিকম্পে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১০০ বিলিয়ন ডলারেরও বেশি।

সূত্র: ডেইলি সাবাহ

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ