মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫

ইনসাফ-এর মাধ্যমে প্রজন্ম থেকে প্রজন্ম উপকৃত হবে

spot_imgspot_img

কাজী আমিনুল ইসলাম | পরিচালক : কিব বাংলা


দেশের ইসলামী ধারার জনপ্রিয় ও নির্ভরযোগ্য প্রথম অনলাইন পত্রিকা ইনসাফ ন্যায় ও নিষ্ঠার সাথে অর্ধযুগ অতিক্রম করলো।

পত্রিকার মাধ্যমে ইনসাফ পরিবার দেশ, জাতি এবং বিশ্ববাসীর সঠিক চিত্র তুলে ধরতে নিরলস কাজ করে যাচ্ছেন। তাদের এই ত্যাগের বিনিময়ে প্রজন্ম থেকে প্রজন্ম উপকৃত হবে, ইন শা আল্লাহ।

হলুদ সাংবাদিকতার ফলে মানুষ যখন সুখ, পরিবার এমনকি দেশ হারাচ্ছে। যুদ্ধের পৃথিবী যখন হারাচ্ছে শান্তি,সমৃদ্ধি, মানবিকতা, মনুষ্যত্ব। তখন সত্যিকারের মিডিয়া-শক্তি মিথ্যা প্রতিরোধে অসম্ভব ভূমিকা রাখতে পারে। ইনসাফ হয়ে উঠুক তেমনই এক সুস্থ মিডিয়া-শক্তি।

ইনসাফ এর অর্ধযুগ পূর্তি উপলক্ষে আমি কাজী আমীনুল ইসলাম ও কিব বাংলার পক্ষ থেকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। সেই সাথে আমাদের প্রত্যাশা ‘ইনসাফ’ আগামীতেও নির্ভরতার স্বাক্ষর রাখবে।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img