বৃহস্পতিবার | ১৮ সেপ্টেম্বর | ২০২৫

গাজায় হামলার মধ্যে ইসরাইলকে অস্ত্র দেওয়ায় আমেরিকার কঠোর সমালোচনা করলেন এরদোগান

ফিলিস্তিনের নিরহ জনগণের ওপর ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের লাগাতার বর্বরোচিত হামলার মধ্যেই সন্ত্রাসবাদী রাষ্ট্রটিকে নতুন করে ৭৩.৫ কোটি ডলারের অস্ত্র দেওয়ায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কঠোর সমালোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান।

জো বাইডেনকে উদ্দেশ্য করে এরদোগান বলেন, ‘আপনি রক্তাক্ত হাত দিয়ে ইতিহাস রচনা করছেন। আমরা আর বসে থাকতে পারি না, আমাদের কথা বলতে বাধ্য করেছেন।’

সোমবার (১৭ মে) মন্ত্রিপরিষদের বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

ইসরায়েলের পাশে দাঁড়ানোর জন্য বাইডেনের সমালোচনা করে এরদোয়ান বলেন, ‘ইসরায়েলের পক্ষে অস্ত্র অনুমোদনের বিষয়ে আমরা আজ বাইডেনের স্বাক্ষর দেখেছি। মার্কিন প্রেসিডেন্ট ৮ লাখ ৫০ হাজার অস্ত্র অনুমোদন দিয়েছে। অথচ তারা নিরস্ত্রীকরণ, শান্তিপ্রিয় ইত্যাদি বিষয়ে কথা বলেন।’

তিনি বাইডেনকে উদ্দেশ্য করে বলেন, ‘আজ আবার স্মরণ করিয়ে দিচ্ছি যে, আমরা জেরুসালেম পর্যবেক্ষণ করছি এবং আমরা এটি চালিয়ে যাব। জেরুজালেমে যন্ত্রণা ও রক্তে রঞ্জিত, আপনি সমর্থন করে যাছেন, যেটা ঠিক হচ্ছে না আপনার।’

তিনি বলেন, ইহুদীরা শিশুদের বেঁচে থাকার অধিকার কেড়ে নিয়েছে। বয়স্ক মানুষকে খুন করছে। অসহায়রাও কোনোভাবে ছাড় পাচ্ছে না। করোনাকালে এসব ঘটনা মেনে নেয়া যায় না। দুর্ভাগ্যক্রমে অনেকে তাদের সমর্থনও করছেন দেখছি। বিষয়টিতে আমি খুবই মর্মাহত।

অস্ট্রিয়ার অফিসিয়াল বিল্ডিংয়ে ইসরায়েলি পতাকা উড়ানোর জন্য নিন্দা জানিয়ে এরদোয়ান বলেন, অস্ট্রিয়া ইহুদীদের দিয়ে মুসলমানদের গণহত্যার জন্য চেষ্টা করছে বলে মনে হচ্ছে। সেখানে এভাবে পতাকা উড়ানো কোনোভাবেই সমর্থন করা যায় না।

উল্লেখ্য, মার্কিন গণমাধ্যমের ওয়াশিংটন পোস্ট দাবি করেছে, গত ৫ মে প্রেসিডেন্ট জো বাইডেন ও তেল আবিব প্রশাসনের মধ্যে ৭৩৫ মিলিয়ন ডলারের অস্ত্রের চুক্তি হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক কংগ্রেস সদস্যের বক্তব্যের ভিত্তিতে তারা এই তথ্য প্রকাশ করে।

অন্যদিকে, হোয়াইট হাউসের এক লিখিত বিবৃতিতে বলা হয়েছে, রকেট আক্রমণের মুখে ইসরায়েলের আত্মরক্ষার অধিকারের প্রতি সমর্থন প্রকাশ করেন জো বাইডেন।

এ বিষয়ে গতকাল এরদোগান বলেন, রকেট হামলায় কয়জন মারা গেছেন, তা তো বুঝতে পারছি না। একটি সূত্রে জানা গেছে বেশির ভাগ রকেট ইসরাইল তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তথা আয়রন ড্রোনের মাধ্যমে আকাশেই ধ্বংস করে দেয়।

‘অন্যদিকে আকাশ প্রতিরক্ষার ব্যবস্থার ফাঁকি দেয়ার ক্ষেত্রেও সতর্ক সংকেত সাইরেন বেঁজে উঠার ১৫ সেকেন্ডের মধ্যে ইসরায়েলিরা বাঙ্কারে আশ্রয় নেয়, তাই তাদের এখন পর্যন্ত ১০ জনের বাইরে তেমন কোনো হতাহতের দৃশ্য চোখে পড়ছে না।’

spot_img
spot_img

এই বিভাগের

spot_img