শনিবার | ২০ সেপ্টেম্বর | ২০২৫

লঞ্চ চালুর দাবিতে শ্রমিক বিক্ষোভ

যাত্রীবাহী লঞ্চ চালু করার দাবিতে বরিশালে বিক্ষোভ করেছেন নৌযান শ্রমিকরা। নৌযান শ্রমিক ফেডারেশনের উদ্যেগে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। স্বাস্থ্যবিধি মেনে যাত্রীবাহী নৌযান চলাচলের অনুমতি দেয়ার দাবি জানিয়েছেন শ্রমিকরা।

মঙ্গলবার (১৮ মে) বেলা ১১টায় বরিশাল নৌবন্দরে কয়েকশ’ শ্রমিক বিক্ষোভ করেন।

সমাবেশে বক্তারা বলেন, করোনা সংক্রমণ রোধে দেড় মাস আগে লকডাউন শুরুর দিন থেকে যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। এতে বরিশাল বিভাগের ১০ সহস্রাধিক নৌযান শ্রমিক বেকার হয়ে পড়েছেন।

বক্তারা বলেন, নৌযান মালিকরা লকডাউনের অজুহাত দেখিয়ে শ্রমিকদের বেতন দিচ্ছেন না। অনেক পরিবার ঈদ করতে পারেননি। অথচ স্বাস্থ্যবিধি উপেক্ষা করে সব ধরনের পরিবহন চলাচল করছে।

নৌযান শ্রমিকরা বলেন, অবিলম্বে যাত্রীবাহী নৌযান চলাচলের অনুমতি দেন। স্বাস্থ্যবিধি মেনে শ্রমিকরা নৌযানে যাত্রী পরিবহন করবেন। অনথ্যায় নৌযান শ্রমিকদের বেতন-ভাতার নিশ্চয়তা দেয়া হোক।

সমাবেশে বক্তৃতা করেন নৌযান শ্রমিক ফেডারেশনের জেলা সভাপতি শেখ আবুল হাশেম মাস্টার, যুগ্ম সম্পাদক মাস্টার একিন আলী, মাস্টার নজরুল ইসলাম, মাস্টার গিয়াস উদ্দিন, মাস্টার মানিক, ড্রাইভার শাহাদত হোসেন প্রমুখ।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img