বুধবার | ১২ নভেম্বর | ২০২৫

বিশ্বে বায়ু দূষণে প্রতি বছর ৯০ লাখ মানুষের মৃত্যু: গবেষণা

বায়ু দূষণ ও বিষাক্ত সিসার প্রভাবে প্রতিনিয়ত পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। এতে সারা বিশ্বে প্রতিবছর লাখ লাখ মানুষের প্রাণহানি হচ্ছে। এ বিষয়ে এক নতুন গবেষণা প্রতিবেদনের তথ্য বলছে, দূষণের কারণে ২০১৯ সালে প্রায় ৯০ লাখ মানুষ অকালে মারা গেছে।

সম্প্রতি পিওর আর্থ নামে দূষণ নিয়ে কাজ করা একটি অলাভজনক সংগঠনের একদল বিজ্ঞানী সম্প্রতি একটি গবেষণা নিবন্ধে এসব তথ্য জানান।

মঙ্গলবার (১৭ মে) গবেষণাটি প্রকাশিত হয়েছে বার্তা সংস্থা রয়টার্সে।

বিশ্বের মৃত্যুর তথ্য-উপাত্ত ও দূষণের মাত্রা বিশ্লেষণ করে প্রতিবেদনটি তৈরি করেছেন বিজ্ঞানীরা। প্রকাশিত প্রতিবেদনে তাঁরা বলছেন, শিল্পপণ্য উৎপাদন প্রক্রিয়ার সঙ্গে সঙ্গে নগরায়ণের ফলে ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত বিশ্বে বায়ু দূষণ সংক্রান্ত কারণে মৃত্যু ৭ শতাংশ বেড়েছে।

সংগঠনের প্রধান ও গবেষণার সহলেখক রিচার্ড ফুলার বলছেন, আমরা একটি গরম পাত্রে বসে আছি এবং ধীরে ধীরে জ্বলছি। কিন্তু জলবায়ু পরিবর্তন, ম্যালেরিয়া ও এইচআইভির মতো পরিবেশ দূষণে অত গুরুত্ব দিচ্ছি না।

তিনি বলেন, বাতাস, পানি এবং মাটিতে মানুষের সৃষ্ট বর্জ্য মানুষকে তাৎক্ষণিকভাবে হত্যা করে না এর পরিবর্তে হৃদরোগ, ক্যান্সার, শ্বাসকষ্ট, ডায়রিয়া এবং অন্যান্য গুরুতর অসুস্থতা সৃষ্টি করে।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img