রবিবার, মে ১৮, ২০২৫

অপরাধীদের শাস্তি নিশ্চিত ও নিখোঁজ ব্যক্তিদের খুঁজে পেতে কমিশন গঠন করল সিরিয়া

spot_imgspot_img

সিরিয়ার সাবেক স্বৈরশাসক বাশার আল আসাদ কর্তৃক গুম করা ব্যক্তিদের খুঁজে পেতে একটি জাতীয় কমিশন গঠন করেছে দেশটির অন্তর্বর্তীকালীন সরকার। একই সঙ্গে আসাদের আমলে সংগঠিত অপরাধের বিচার করতে আরো একটি কমিশন গঠন করা হয়েছে।

গত শনিবার (১৭ মে) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রপতির কার্যালয়।

বিবৃতিতে বলা হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রেসিডেন্ট আবু মুহাম্মাদ আল জুলানি একটি স্বাধীন “জাতীয় নিখোঁজ ব্যক্তি কমিশন” গঠনের ডিক্রিতে স্বাক্ষর করেছেন, যা নিখোঁজ ও জোরপূর্বক গুম হওয়া ব্যক্তিদের খোঁজ, মামলার নথিভুক্তি, জাতীয় ডাটাবেস তৈরি এবং তাদের পরিবারকে আইনি ও মানবিক সহায়তা দেবে।

বিবৃতিতে আরো বলা হয়েছে, ট্রানজিকশন (স্থানান্তর) ন্যায়বিচার কমিশন নামে গঠিত অপর কমিশনের কাজ হলো পুরনো শাসনের গুরুতর অপরাধের সত্য উদঘাটন, দায়ীদের জবাবদিহি, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ এবং পুনরাবৃত্তি রোধের নীতি প্রতিষ্ঠায় কাজ করা।

বিবৃতিতে বলা হয়, ট্রানজিকশন ল এর মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠা, ভুক্তভোগীদের অধিকার নিশ্চিতকরণ এবং জাতীয় পুনর্মিলনের জন্য গুরুত্বপূর্ণ। উভয় কমিশন আর্থিক ও প্রশাসনিক স্বাধীনতা পাবে এবং তারা সিরিয়ায় কাজ করবে।

উল্লেখ্য, ২০১১ সালে আসাদের বাহিনী বিক্ষোভকারীদের দমন করলে সিরিয়ার সংঘাত শুরু হয়, যা দীর্ঘ এক দশকের যুদ্ধে রূপ নেয়। এতে হাজার হাজার মানুষ নিখোঁজ হয়।

সূত্র: ফ্রান্স ২৪

সর্বশেষ

spot_img
spot_img
spot_img