সোমবার, মে ১৯, ২০২৫

সুষ্ঠু নির্বাচনের পরিস্থিতি এখনো তৈরি হয়নি: জামায়াত নায়েবে আমীর

spot_imgspot_img

এক এলাকায় জামায়াতের কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে উল্লেখ্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. আব্দুল্লাহ মো. তাহের বলেছেন, এখনও নির্বাচনের তারিখ হয়নি, কিন্তু জায়গা-এলাকা দখলের প্রতিযোগিতা হচ্ছে। তাই আমি ব্যক্তিগতভাবে মনে করি, আগামী নির্বাচনও একেবারে সঠিক ও সুস্থ হবার মতো পরিস্থিতি এখনো লক্ষ্য করা যাচ্ছে না।

শনিবার (১৮ মে) জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে জামায়াতে ইসলামীর বৈঠকের সূচনা বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ডা. তাহের বলেন, আমাদের এমন একটি ব্যবস্থা করা উচিত যে ব্যবস্থায় নির্বাচন সুষ্ঠু হবে, সঠিক হবে। এটার জন্য যা যা করা দরকার যদি শক্ত হতে হয় তাহলে শক্ত হতে হবে। কারণ নির্বাচন হতে হবে সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য।

এসময়, সরকারের পজিটিভ কাজে জামায়াতে ইসলামীর সমর্থন থাকবে বলেও জানান তিনি।

জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. আব্দুল্লাহ মো. তাহেরের নেতৃত্বে দলের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন, সেক্রেটারি (ভারপ্রাপ্ত) এ টি এম মাসুম, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, ড. হামিদুর রহমান আযাদ, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ ও আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img