রবিবার, মে ১৮, ২০২৫

গাজ্জায় ব্যাপক হামলা চালাচ্ছে ইসরাইল; কয়েক ঘণ্টায় হত্যা করেলো ১৪০ ফিলিস্তিনি

spot_imgspot_img

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় ব্যাপক হামলা চালাচ্ছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল। আজ ভোর থেকে সন্ধ্যা, এই কয়েক ঘণ্টা সময়ের মধ্যেই ১৪০ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইল।

রোববার (১৮ মে) ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) উপত্যকাটিতে স্থল হামলা শুরুর ঘোষণা দিয়েছে।

সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, আজ ভোর থেকে সন্ধ্যা, এই কয়েক ঘণ্টা সময়ের মধ্যেই ১৪০ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইল।

সংবাদমাধ্যমটিকে হাসপাতাল সূত্র জানিয়েছে, ১৪০ জনের মধ্যে ৬৯ জনই প্রাণ হারিয়েছেন গাজ্জার উত্তরাঞ্চলে। যেখানে ইসরাইল সবচেয়ে বেশি ধ্বংসযজ্ঞ চালাচ্ছে।

এর আগে হাসপাতালের এক কর্মকর্তা জানিয়েছিলেন, দক্ষিণ গাজ্জার আল-মাওয়াসির একটি আশ্রয়কেন্দ্রে হামলা চালিয়েছে ইসরাইল। হামলার সময় সেখানকার মানুষ ঘুমিয়ে ছিলেন। যারা বিভিন্ন জায়গা থেকে বাস্তুচ্যুত হয়ে এখানে আশ্রয় নিয়েছিলেন। ঘুমন্ত অবস্থায় চালানো ওই হামলায় শিশুসহ কয়েক ডজন মানুষ নিহত হন।

গাজ্জায় ব্যাপক স্থল হামলা শুরুর কথা জানিয়েছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। আজ এক বিবৃতিতে তারা বলেন “গতকাল, অপারেশন গিডিয়ন চ্যারটের অংশ হিসেবে আমাদের দক্ষিণ কমান্ডের স্যান্ডিং এবং রিজার্ভ সেনারা উত্তর ও দক্ষিণ গাজ্জা উপত্যকায় ব্যাপক স্থল হামলা শুরু করেছে।”

ইসরাইলিদের হামলার কারণে গাজ্জার উত্তরাঞ্চলের সব হাসপাতাল বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছে গাজ্জার স্বাস্থ্য মন্ত্রণালয়। এতে করে আহত মানুষ চিকিৎসা না পেয়ে মৃত্যুবরণ করছেন।

সূত্র: আলজাজিরা

সর্বশেষ

spot_img
spot_img
spot_img