শনিবার | ২০ ডিসেম্বর | ২০২৫

ইরানে ইসরাইলের হামলা অবৈধ: রাশিয়া

ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে ইসরাইলের চলমান হামলাকে আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে অবৈধ— উল্লেখ করে তাৎক্ষণিকভাবে এই আগ্রাসন বন্ধের আহ্বান জানিয়েছে রাশিয়া।

মঙ্গলবার (১৭ জুন) রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ আহ্বান জানায়।

বিবৃতিতে বলা হয়, পশ্চিমা দেশগুলো বর্তমান সংকটাপন্ন পরিস্থিতিকে কাজে লাগিয়ে রাজনৈতিক শত্রুতার প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছে।

বিবৃতিতে আরও বলা হয়, ‘ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোর ওপর ইসরাইলের ধারাবাহিক ও তীব্র হামলা আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে অবৈধ। এসব হামলা আন্তর্জাতিক নিরাপত্তার জন্য গুরুতর হুমকি তৈরি করছে এবং বিশ্বকে এমন এক পারমাণবিক বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে, যার প্রভাব ইসরাইলসহ পুরো বিশ্বেই পড়বে।’

রাশিয়া আরও বলেছে, ‘আমরা ইসরাইলি নেতৃত্বের প্রতি আহ্বান জানাচ্ছি— আইএইএর তত্ত্বাবধানে থাকা পারমাণবিক স্থাপনাগুলোর ওপর তাৎক্ষণিকভাবে এ হামলা বন্ধ করুন।’

spot_img
spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img