শনিবার, মে ১০, ২০২৫

করোনায় আক্রান্ত হলেন ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী

spot_imgspot_img

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ। তাকে আইসোলেশনে নেওয়ার বিষয়ে সরকারের নির্দেশনার অপেক্ষায় রয়েছে মন্ত্রী ও আমলারা।

শুক্রবার (১৬ জুলাই) রাতে র‌্যাপিড করোনা টেস্টের মাধ্যমে তিনি করোনা পজিটিভ হয়েছেন বলে জানতে পারেন। তবে পিসিআর টেস্টের ফল আসার আগ পর্যন্ত নিশ্চিত করে কিছু বলতে পারেননি তিনি।

ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী বলেন, বেশ কিছুদিন ধরেই তিনি কিছুটা শারীরিক পরিবর্তন লক্ষ করছিলেন। বিশেষ করে এক ধরনের মৃদু অস্থিরতা কাজ করছিল তার মধ্যে।

ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, দুই ডোজ ভ্যাকসিন নিয়েছি বলে করোনায় আক্রান্ত হওয়ার পরেও আমার উপসর্গগুলো অত্যন্ত মৃদু। যারা এখনও ভ্যাকসিন গ্রহণ করেনি তাদের দ্রুত ভ্যাকসিন নেওয়ার আহ্বান জানান তিনি।

গত তিন সপ্তাহ আগে সাবেক স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানককের চুমু কেলেঙ্কারির পরে অর্থমন্ত্রী থেকে স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পান সাজিদ জাভিদ।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img