ইসলামী ব্যক্তিত্বদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা জঙ্গি মামলা ও জনপরিসরে ইসলামের অবস্থান সংকুচিত করার চক্রান্তের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের ডাক দিয়েছে তৌহিদী ছাত্র-জনতা।
আজ শুক্রবার (১৮ জুলাই) বাদ জুমা বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে এই বিক্ষোভ অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে জহুরুল হোক চৌধুরী হলে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন, হয়রানিমূলক মিথ্যা মামলার ভুক্তভোগী বিশিষ্ট লেখক ও গবেষক আসিফ আদনান ও জাকারিয়া মাসউদ।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন লেখক ও আলোচক আহমাদ রফিক, অনলাইন এক্টিভিস্ট ডাক্তার মাহদি হাসান, জুলাই বিপ্লবে অংশগ্রহণকারী বরখাস্ত লেফটেন্যান্ট কেএসএম ইনতিসার ইনজিমাম, হাইকোর্টের সিনিয়র আইনজিবি এডভোকেট ওমর ফারুক তালকুদার, বৈষম্যহীন কারামুক্ত আন্দোলনের সেক্রেটারি মুফতী শফিকুল ইসলাম, জয়েন সেক্রেটারি মাওলানা ইসহাক খান ও মাওলানা আল আমীন সাকী প্রমুখ।