জামায়াতে ইসলামীর সাবেক আমীর শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী ও সাবেক সেক্রেটারি জেনারেল আলী আহসান মুজাহিদ মন্ত্রীত্বের দায়িত্ব পালন করলেও তারা কখনো দুর্নীতি করেননি বলে মন্তব্য করেছেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল।
তিনি বলেন, শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী এবং আলী আহসান মুজাহিদ ৩টি মন্ত্রণালয়ে মন্ত্রীর দায়িত্ব পালন করেছে। কিন্তু আজ পর্যন্ত কেউ তাদের বিরুদ্ধে ২টাকার দুর্নীতির অভিযোগ আনতে পারেনি। আগামীতে জনগণ জামায়াতে ইসলামীকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিলে, দুর্নীতি-সন্ত্রাস-চাঁদাবাজ মুক্ত, বৈষম্যহীন, ন্যায় বিচারের ইনসাফ ও মানবিক কল্যাণ রাষ্ট্র জাতিকে উপহার দেওয়া হবে।
আজ শুক্রবার (১৮ জুলাই) বিকেলে ঢাকা-৭ নির্বাচনী এলাকার চকবাজারে ১৯ জুলাইয়ের জাতীয় সমাবেশ বাস্তবায়নের জন্য গণমিছিল পূর্বক সমাবেশে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে নূরুল ইসলাম বুলবুল বলেন, স্বাধীনতা পরবর্তী আজ পর্যন্ত জামায়াতে ইসলামীর কোনো নেতা দেশ ছেড়ে পালিয়ে যায়নি। কারণ জামায়াতে ইসলামীতে দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ নেই।
তিনি আরও বলেন, আগামীতে জনগণ জামায়াতে ইসলামীকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিলে, দুর্নীতি-সন্ত্রাস-চাঁদাবাজ মুক্ত, বৈষম্যহীন, ন্যায় বিচারের ইনসাফ ও মানবিক কল্যাণ রাষ্ট্র জাতিকে উপহার দেওয়া হবে। এমন একটি রাষ্ট্র আমরা গঠন করবো, যেই রাষ্ট্রকে বিশ্ব অনুসরণ করবে।