শুক্রবার | ২৬ ডিসেম্বর | ২০২৫
spot_img

গাজ্জায় পুঁতে রাখা বোমা বিস্ফোরণে উড়ে গেল ২ ইসরাইলি সেনা

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় পুঁতে রাখা বোমা বিস্ফোরণে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের দুই রিজার্ভ সেনা নিহত হয়েছে। দুজনই জেরুসালেম ব্রিগেডের ৮১১৯তম ব্যাটালিয়নে কর্মরত ছিল।

শনিবার (১৭ আগস্ট) ইসরাইলের সামরিক বাহিনী এই তথ্য জানায়।

নিহত সেনারা হল, মেজর ইয়োটাম ইজহাক পেলেদ (৩৪) ও সার্জেন্ট মেজর মোরদেচাই ইউসুফ বিন সোয়াম।

এক প্রতিবেদনে সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইল জানায়, ইজহাক পেলেদ সেনাদের জন্য যুদ্ধের সরঞ্জামের একটি বহরের নেতৃত্ব দিয়ে গাজ্জা শহরের দক্ষিণ জেইতুন এলাকার দিকে যাচ্ছিল। আর মোরদেচাই ওই বহরের একটি গাড়ির চালক ছিল। মধ্য গাজ্জার নেতজারিম করিডোরের পাশে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে এ দুজন নিহত হয়।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ