শুক্রবার | ২৬ ডিসেম্বর | ২০২৫
spot_img

গাজ্জার বেসামরিক নাগরিকদের রক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানালো হামাস

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের হাত থেকে ফিলিস্তিনিদের রক্ষার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস।

শনিবার (১৭ আগষ্ট) এক বিবৃতিতে এ আহ্বান জানায় স্বাধীনতাকামী সংগঠনটি।

প্রসঙ্গত, গাজ্জায় বোমা হামলায় ৯ জন শিশুসহ একই পরিবারের ১৬ সদস্যকে হত্যার প্রতিক্রিয়ায় এমন বিবৃতি এসেছে হামাসের কাছ থেকে।

বিবৃতিতে বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের সহায়তায় এখনো গাজ্জায় নৃশংস গণহত্যা চালিয়ে যাচ্ছে ইসরাইল। আর এই জঘন্য গণহত্যার বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করছে পশ্চিমা দেশগুলো।

বিবৃতিতে আরও বলা হয়েছে, বিশেষ করে মধ্য গাজ্জায় নিরস্ত্র সাধারণ নাগরিকদের উপর হামলা চালাচ্ছে ইসরাইলি সেনাবাহিনী।

এছাড়াও বিবৃতিতে বলা হয় , গাজ্জার বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়, জাতিসংঘ ও বিভিন্ন প্রতিষ্ঠানের নীরবতা ভঙ্গের আহ্বান জানিয়েছে হামাস। একই সঙ্গে ইসরাইলের বর্বর আক্রমণের মুখে ফিলিস্তিনের সাধারণ নাগরিককে রক্ষা ও তেল আবিবকে শাস্তির কাঠগড়ায় দাঁড় করানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানানো হয়েছে সংগঠনটির পক্ষ থেকে।

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ