মঙ্গলবার | ১৯ আগস্ট | ২০২৫

কৃষি খাতে তালেবান সরকারের বড় সাফল্য; প্রয়োজনীয় গমের ৬০ শতাংশই উৎপাদন হচ্ছে দেশীয়ভাবে

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের কৃষি খাত সম্প্রতি বড় সাফল্য দেখিয়েছে। দেশীয়ভাবে উৎপাদিত গমের হার এখন প্রয়োজনীয় চাহিদার ৬০ শতাংশে পৌঁছেছে। ২০০টি কারখানা এবং নিকটবর্তী চূর্ণকেন্দ্রের মাধ্যমে দেশীয় উৎপাদন বাড়ানো হয়েছে, যা তালেবান সরকারের জন্য কৃষি খাতে একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে ধরা হচ্ছে।

আফগানিস্তানের অর্থনৈতিক উপমন্ত্রণালয় জানিয়েছে, আফগানিস্তান বর্তমানে তার প্রয়োজনীয় গমের ৬০ শতাংশ দেশীয়ভাবে উৎপাদন করছে।

সোমবার (১৮ আগস্ট) সংবাদমাধ্যম আরটিএ-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

উপমন্ত্রণালয় জানায়, দেশে গম উৎপাদনের জন্য ২০০টি কারখানা কার্যক্রম চালাচ্ছে। এই ২০০ কারখানার মাধ্যমে বছরে এক মিলিয়ন টন গম উৎপাদিত হয় এবং বাকি অংশ নিকটবর্তী আটা চূর্ণকেন্দ্র (জারন্দো) দ্বারা প্রস্তুত করা হয়।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আফগানিস্তানের বার্ষিক প্রয়োজন প্রায় ছয় মিলিয়ন টন গম, যার মধ্যে ৩.৫ মিলিয়ন টন দেশীয়ভাবে উৎপাদিত হয়।

উপমন্ত্রণালয় আরও জানায়, ইমারাতে ইসলামিয়া গম উৎপাদন খাতকে শক্তিশালী ও সমর্থন করার লক্ষ্যে বিদেশ থেকে গম আমদানির শুল্ক কমিয়েছে, দেশ থেকে গম পাচার বন্ধ করেছে এবং প্রতি বছর গমের ফসল কাটার সময় কৃষকদের কাছ থেকে অতিরিক্ত গম নির্দিষ্ট মূল্যে কিনে আমিরাতের সিলোগুলি ও গুদামে সংরক্ষণ করে, যা প্রয়োজনে বাজারে সরবরাহ করা হয়।

সূত্র: আরটিএ

spot_img

সর্বশেষ

বৃহস্পতিবার ঢাকায় আসছেন পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী কামাল খান

চার দিনের সফরে আগামী বৃহস্পতিবার (২১ আগস্ট) ঢাকা আসছেন পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী কামাল খান। তার সফরে অর্থনৈতিক সম্পর্ক আরও গতিশীল...

সিরিয়া ভাঙার ষড়যন্ত্র সফল হবে না : প্রেসিডেন্ট জুলানী

সিরিয়ার প্রেসিডেন্ট আহমাদ হুসাইন আল-শারাআ আল-জুলানী বলেছেন, ইসরাইল দক্ষিণাঞ্চলের আস-সুয়াইদা প্রদেশে দ্রুজ সম্প্রদায়ের অস্থিরতা উসকে দিচ্ছে। তিনি বলেন, এর...

আসামে স্কুলে শিক্ষার্থীরা কুরআন তেলাওয়াত করায় প্রিন্সিপাল বরখাস্ত

মুসলিম শিক্ষার্থীরা সকালের প্রার্থনায় কুরআন তেলাওয়াত করার ভারতের আসাম রাজ্যের বঙ্গাইগাঁও জেলার একটি সরকারি স্কুলের প্রধান শিক্ষককে বরখাস্ত করা...

২৮ লাখ নারী শিক্ষার্থী পড়াশোনা করছে তালেবান সরকারের অধীনে : মাওলানা মুত্তাকী

তালেবান নেতৃত্বাধীন সরকারের অধীনে বর্তমানে আফগানিস্তানে ২৮ লাখ নারী শিক্ষার্থী পড়াশোনা করছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমীর খান...
spot_img

এই বিভাগের

spot_imgspot_img