সোমবার | ১৫ সেপ্টেম্বর | ২০২৫

হাঙ্গেরিয়ান নারীর ইসলাম গ্রহণ

দক্ষিণ তুরস্কে একজন হাঙ্গেরিয়ান নারী মুসলিমদের আচরণে মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করেছেন।

মঙ্গলবার (১৮ অক্টোবর) তুরস্কের মেরসিন প্রদেশের স্থানীয় একজন আলেম তাঁকে কালেমা পাঠ করান। এসময় তিনি আল্লাহ’র একত্ববাদের উপর পূর্ণ বিশ্বাস স্থাপন করেছেন বলে সবাইকে জানান। ইসলাম গ্রহণের পর এই নওমুসলিমকে একটি কুরআন ও কিছু হাদিসের বই উপহার দেন ওই আলেম।

ইসলাম গ্রহণের পূর্বে এই নওমুসলিমের নাম ছিল “ইস্তার ভার্গ”। নভেম্বরে তেওমান ওজতুর্ককে বিয়ে করার পর তিনি তার নাম পরিবর্তন করবেন বলে জানান। নতুন নাম রাখবেন “এসলাম”।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img