সোমবার | ২০ অক্টোবর | ২০২৫

কারাগার থেকে টিএলপি নেতা সাদ রিজভীর মুক্তি

নিষিদ্ধ সংগঠন তেহরিক-ই-লাব্বাইক পাকিস্তান (টিএলপি) দলের প্রধান হাফিজ সাদ হুসেন রিজভীকে অবশেষে মুক্তি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) লাহোরের কোট লাখপাট কারগার থেকে মুক্তি পান তিনি। টিএলপির মুখপাত্র মুফতি আবিদও বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন।

রিজভী মুক্তি পেয়ে দলের সদর দপ্তর রেহমাতুল লিল আলামিন মসজিদে পৌঁছেছেন। সেখানে হাজার হাজার মুসল্লী তাকে শুভেচ্ছা জানান।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img