শুক্রবার | ১৪ নভেম্বর | ২০২৫

জিম্মিদের ফিরিয়ে আনতে নেতানিয়াহুর বিরুদ্ধে ইসরাইলিদের বিক্ষোভ

গাজ্জায় হামাসের হাতে বন্দি জিম্মিদের ফিরিয়ে আনতে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের প্রধানমন্ত্রীরে বিরুদ্ধে বিক্ষোভ কারেছে দেশটির হাজারও মানুষ।

শনিবার (১৬ নভেম্বর) দেশটির রাজধানী তেলআবিব, বন্দরনগর হাইফা, কারকুরসহ বিভিন্ন শহরে বিক্ষোভ মিছিল হয়।

মিছিলে অংশ নেওয়া এক জিম্মির আত্মীয় ইসরাইলি গণমাধ্যম ইয়েদিওথ আহরনোথকে বলেন, যে সরকার তার নাগরিকদের মরার জন্য হামাসের সুড়ঙ্গে পাঠায়, তাদের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই। এখন যুদ্ধবিরতির আলোচনা চলছে, কিন্তু আমাদের নাগরিকরা যেখানে হামাসের সুড়ঙ্গগুলোতে মৃত্যুর মুখে রয়েছে, তাদের বাদ দিয়ে কীভাবে যুদ্ধবিরতি সম্ভব? তারা (সরকার) এখন জিম্মিদের কথা ভুলে গেছে এবং নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য বিভিন্ন অজুহাত দেখাচ্ছে।

সরাকারের পক্ষ থেকে এই বিক্ষোভ মিছিল নিয়ে কোন প্রতিক্রিয়া দেখা যায়নি।

সূত্র : আনাদোলু এজেন্সি

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img