মঙ্গলবার | ১৮ নভেম্বর | ২০২৫

বিএনপি ও জামায়াতের সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপ বুধবার

রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের ধারাবাহিকতায় বুধবার বিএনপি ও জামায়াতে ইসলামী সঙ্গে আলোচনায় বসছে নির্বাচন কমিশন। একই দিন নতুন দল জাতীয় নাগরিক পার্ট-এনসিপি ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলকেও (মার্কসবাদী) ডাকা হয়েছে।

সোমবার (১৭ নভেম্বর) ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক এ তথ্য জানান।

ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার, রোববার, সোমবার ও বুধবার- চার দিন মিলিয়ে ৪৮টি দলকে আমন্ত্রণ জানানো হল। নতুন দুটি দল নিয়ে বর্তমানে ৫৫টি নিবন্ধিত দল রয়েছে। এর বাইরে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত ও তিনটির নিবন্ধন বাতিল রয়েছে।

ইসির জনসংযোগ শাখা বলছে, বুধবার সকালের পর্বে আমন্ত্রণ জানানো হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি-বিএজেএমপি, ইনসানিয়াত বিপ্লব, জাতীয় নাগরিক পার্টি-এনসিপি, গণসংহতি আন্দোলন ও জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম।

দুপুর ২টা থেকে বিএনপি, বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি, গণঅধিকার পরিষদ, নাগরিক ঐক্য, বাংলাদেশ রিপাবলিকান পার্টি-বিআরপি ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) সংলাপে বসবে নির্বাচন কমিশন। এর আগে জামায়াতের সংলাপে আসার কথা ছিল এদিন। পরে তারিখ পরিবর্তন হয়।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img