শুক্রবার | ৩১ অক্টোবর | ২০২৫

গাজ্জায় অবশেষে যুদ্ধবিরতি শুরু

ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সঙ্গে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের যুদ্ধবিরতি অবশেষে শুরু হয়েছে। ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দপ্তর যুদ্ধবিরতি কার্যকরের বিষয়টি ঘোষণা দিয়েছে। তবে এটি কার্যকর হওয়ার আগ মুহূর্তেও হামলা চালিয়ে ১০ জনকে হত্যা করেছে ইসরাইল।

রোববার (১৯ জানুয়ারি) স্থানীয় সময় সকাল সাড়ে ৮টা থেকে যুদ্ধবিরতি শুরু হওয়ার কথা ছিল। বেশ কিছুটা বিলম্বের পর স্থানীয় সময় বেলা সোয়া ১১টায় হামাসের সঙ্গে যুদ্ধবিরতি শুরু হয়েছে বলে জানিয়েছে ইসরাইলের প্রধানমন্ত্রীর কার্যালয়।

তবে হামাস যে তিন জিম্মিকে মুক্তি দেবে তাদের নামের তালিকা কারিগরি ত্রুটির কারণে সময় মতো প্রকাশ করতে না পারায় গাজ্জায় হামলা অব্যাহত রাখে ইসরাইলের সেনারা।

গাজ্জার সিভিল ডিফেন্স বলেছে, সকালে যে সময় থেকে যুদ্ধবিরতি শুরুর কথা ছিল, সেই সময় থেকে বিমান হামলায় ১০ জন নিহত হয়েছেন। যারমধ্যে ছয়জন গাজ্জা সিটিতে, তিনজন উত্তরাঞ্চলে এবং একজন রাফায় প্রাণ হারিয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ২৫ জন।

সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ম্যাসেজিং অ্যাপ টেলিগ্রামে তিন নারী জিম্মির নাম প্রকাশ করেছে হামাস। তারা নিশ্চিত করেছে, যুদ্ধবিরতির অংশ হিসেবে এই তিন নারী সবার প্রথমে মুক্তি পাবেন। তারা হলেন রোমি গোনেন, এমিলি দামানি এবং দোরোন স্টেনব্রিচার।

সূত্র: বিবিসি

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img