পাকিস্তানের করাচিতে পুলিশ সদর দফতরে হামলার ঘটনার পর এবার আইন প্রয়োগকারী কর্মকর্তাদের বিরুদ্ধে আরও হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে তেহরিক ই তালেবান পাকিস্তান (টিটিপি)।
তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) গতকাল শনিবার (১৮ ফেব্রুয়ারি) একটি সতর্কবার্তা জারি করে বলেছে, “ক্রীতদাস পাক সেনা বাহিনীর সাথে আমাদের এ যুদ্ধে পুলিশের উচিত দূরে অবস্থান করা। না হলে শীর্ষস্থানীয় পুলিশ কর্মকর্তাদের নিরাপদ আশ্রয়স্থলে আমাদের আক্রমণ অব্যাহত থাকবে।”
বিবৃতিতে আরো বলা হয়, “নিরাপত্তা সংস্থাগুলোকে আমরা সতর্ক করে দিতে চাই যে নিরপরাধ বন্দীদের ভুয়া এনকাউন্টারের মাধ্যমে শহীদ করা বন্ধ করুন। অন্যথায় ভবিষ্যতে আক্রমণের তীব্রতা আরও ভয়াবহ বৃদ্ধি পাবে।”
উল্লেখ্য; গত শুক্রবার পাকিস্তানের করাচিতে পুলিশ সদর দফতরে হামলার ঘটনায় হামলা ৫ জন আত্মঘাতী হামলাকারীসহ মোট ৯ জন নিহত হয়েছে। তেহরিক-ই তালেবান পাকিস্তান (টিটিপি) এই হামলার দায়িত্ব স্বীকার করেছে।
সূত্র: কেপি