সিরিয়ার কেন্দ্রীয় মরু প্রদেশ হোমসে এক মারাত্মক হামলা সংগঠিত হয়েছে। এ হামলায় অন্তত ৫৩ জন নিহত হয়েছে।
সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ হামলার জন্য নিষিদ্ধ সংগঠন দায়েশকে দায়ী করেছে। তবে এখনো পর্যন্ত এ হামলার দায় স্বীকার করেনি দায়েশের সদস্যরা।
সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সানা জানিয়েছে, গত শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) এ হামলার ঘটনাটি ঘটে।
সংবাদমাধ্যম বলা হয়েছে, নিহত ব্যক্তিরা মরুভূমিতে ট্রাফল (ভিন্ন প্রজাতির মাশরুম) সংগ্রহ করর সময় হামলার শিকার হয়। নিহতদের মৃতদেহ সিরিয়ার পালমিরা স্টেট হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এ সময়ে তাদের মাথায় গুলির চিহ্ন দেখা গেছে।
পালমিরা হাসপাতালের পরিচালক ওয়ালিদ অডি জানান, মৃতদেহের মধ্যে ৪৬ জন বেসামরিক নাগরিক ও ৭ জন সেনা সদস্য রয়েছে।
উল্লেখ্য; এ ভয়াবহ হামলাটি এমন সময় ঘটেছে যার ঠিক একদিন আগে মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড দাবি করেছিল তারা উত্তর-পূর্ব সিরিয়ায় দায়েসের একজন শীর্ষস্থানীয় নেতা হামজা আল-হোমসিকে হত্যা করেছে।
সূত্র: কেপি