রবিবার, মে ১৮, ২০২৫

গত সপ্তাহে একটি তেল ট্যাঙ্কারে হামলার জন্য ইরানকে দায়ী করেছে ইসরাইল

spot_imgspot_img

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু গত সপ্তাহে আরব সাগর দিয়ে যাওয়া একটি তেল ট্যাঙ্কারে হামলার জন্য ইরানকে দায়ী করেছেন।

আজ রবিবার (১৯ ফেব্রুয়ারি) সাপ্তাহিক মন্ত্রিসভার বৈঠকে নেতানিয়াহু বলেন, “গত সপ্তাহে ইরান আবারও পারস্য উপসাগরে একটি তেলের ট্যাঙ্কার আক্রমণ করেছে ও নৌ চলাচলের আন্তর্জাতিক স্বাধীনতাকে ক্ষতিগ্রস্ত করেছে।”

গতকাল শনিবার (১৮ ফেব্রুয়ারি) লাইবেরিয়ার পতাকাবাহী ক্যাম্পো স্কোয়ারে হামলার বিষয়টি নিশ্চিত করেছেন জাহাজের ক্যাপ্টেন।

তিনি বলেন, ১০ ফেব্রুয়ারী আরব সাগর দিয়ে যাত্রা করার সময় জাহাজটি একটি ড্রোন দ্বারা হালকাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল।

আঞ্চলিক প্রতিরক্ষা ও নিরাপত্তা সূত্র এ হামলাটির পেছনে ইরানকে সন্দেহ করলেও এই ঘটনার বিষয়ে তারা এখনো কোন মন্তব্য করেনি।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

সর্বশেষ

spot_img
spot_img
spot_img