সোমবার | ১৫ সেপ্টেম্বর | ২০২৫

সিরিয়ায় ইসরাইলী বিমান হামলায় ৫ জন নিহত; আহত ১৫

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল সিরিয়ার দামেস্কের আশেপাশের আবাসিক এলাকাসহ বেশ কয়েকটি এলাকা লক্ষ্য করে হামলা চালিয়েছে। এ হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছে। এসব এলাকায় মূলত সিরিয়ার সিনিয়র কর্মকর্তা নিরাপত্তা সংস্থা ও গোয়েন্দা সদর দপ্তর রয়েছে।

সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে আজ রবিবার (১৯ ফেব্রুয়ারি) এ হামলার ঘটনা ঘটে।

বিবৃতিতে আরো বলা হয়েছে, দখলকৃত গোলান মালভূমির দিক থেকে এ হামলাটি চালানো হয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, এ হামলায় ৫ জন নিহত হয়েছে যার মধ্যে একজন সৈনিক ও কমপক্ষে ১৫ জন বেসামরিক নাগরিক আহত হয়েছে।

উল্লেখ্য; সিরিয়ায় এক দশকেরও বেশি চলমান যুদ্ধের সময় ইসরাইল শত শত বিমান হামলা চালিয়েছে।দখলদার ইসরায়েল নিয়মিতভাবে জোর দিয়ে বলে যে তার সীমান্তে ইরানকে প্রভাব বিস্তার করতে দেবে না। এছাড়াও তাদের সামরিক বাহিনী সিরিয়ার বিরুদ্ধে হামলার বিষয়ে খুব কমই মন্তব্য করে থাকে।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

spot_img
spot_img

এই বিভাগের

spot_img