বুধবার, মার্চ ১২, ২০২৫

ভারতে ৭ মাসের শিশুকে ধর্ষণ; অপরাধীকে মৃত্যুদণ্ড দিল আদালত

ভারতের কলকাতার বড়তলা থানা এলাকায় সাত মাসের এক শিশুকন্যাকে ধর্ষণ ও হত্যার চেষ্টার ঘটনায় ৪১ দিনের মাথায় অভিযুক্ত রাজীব ঘোষালকে মৃত্যুদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) আদালত দোষী সাব্যস্ত করে এবং মঙ্গলবার চূড়ান্ত রায় ঘোষণা করে। বিচারক এই ঘটনাকে বিরলের মধ্যে বিরলতম হিসেবে চিহ্নিত করে দোষীকে সর্বোচ্চ শাস্তি দেন।

জানা গেছে, ২০২৩ সালের ডিসেম্বর মাসে বড়তলা থানা এলাকার ফুটপাতে শুয়ে কাঁদছিল সাত মাসের এক শিশু। তার গোপনাঙ্গে একাধিক ক্ষত ছিল। স্থানীয় বাসিন্দারা শিশুটিকে উদ্ধার করে পুলিশের হাতে তুলে দেন।

পুলিশের তদন্তে জানা যায়, ওই দিনই শিশুটির বাবা-মা থানায় নিখোঁজ হওয়ার অভিযোগ জানিয়েছিলেন। তাদের ফুটপাতের বাসস্থান থেকে মাত্র ১০০ মিটার দূরে শিশুটিকে ভয়ংকর অবস্থায় পাওয়া যায়।

তদন্তে নেমে পুলিশ ভারতীয় ন্যায় সংহিতার ১৩৭(২), ৬৫(২) এবং শিশু সুরক্ষা আইনের (পকসো) ৬ নম্বর ধারায় মামলা দায়ের করে। পরে রাস্তার একাধিক সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্ত রাজীব ঘোষালকে ঝাড়গ্রামের গোপীবল্লভপুর থেকে গ্রেপ্তার করা হয়।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img