সোমবার | ৮ ডিসেম্বর | ২০২৫

হেফাজত নেতাদের অনুসারীরা শাল্লায় হামলা করেছে: নাদেল

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেছেন বলেছেন, সুনামগঞ্জের শাল্লায় হিন্দু অধ্যুষিত একটি গ্রামে হামলা করে বাড়িঘর ধ্বংস ও লুটপাটের ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক। বর্বরোচিত এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

তিনি বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর প্রাক্কালে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীর দিনে এ হামলার ঘটনা অশুভ রাজনৈতিক প্রতিহিংসা থেকে করা হয়েছে। গত ১৫ মার্চ সুনামগঞ্জের দিরাইয়ে হেফাজত নেতা বাবুনগরী ও মামুনুল হক সমাবেশ করে গেছেন। তাদের বক্তব্যে উৎসাহিত হয়ে তাদের কয়েক হাজার অনুসারী হামলা ও লুটপাট করেছে।

বৃহস্পতিবার এক ফেসবুক স্ট্যাটাসে তিনি তাঁর প্রতিক্রিয়া জানান।

নাদেল বলেন, ইতোমধ্যে র‍্যাব প্রধানসহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দও ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছেন। হামলার মদদদাতা ও ঘটনা সংশ্লিষ্টদের আইনের আওতায় নিয়ে আসা জরুরি।

তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের মৌল চিন্তা চেতনার বিরোধীরা ধর্মের অপব্যাখ্যা দিয়ে সাধারণ মানুষদের বিভ্রান্ত করছে। একটি অশুভ চক্র রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য এই ঘৃণ্য ঘটনাকে উৎসাহিত করেছে।

এই আওয়ামীলীগ নেতা বলেন, আগামী ২১ মার্চ এই চক্র সুনামগঞ্জের জামালগঞ্জে আরেকটি সমাবেশ করতে যাচ্ছে। মহান মুজিব বর্ষে এ ঘটনা লজ্জার। সকল অসাম্প্রদায়িক, প্রগতিশীল, দেশপ্রেমিক ও ধর্মপ্রাণ মানুষের জন্য অশনিসংকেত। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের দ্রুত শাস্তি দাবি করছি।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img