শুক্রবার | ৩০ জানুয়ারি | ২০২৬
spot_img

‘ইউক্রেন সংকটের ফলে অতিরিক্ত দুর্ভোগের মুখোমুখি হবে সিরিয়ানরা’

ইউক্রেন সংকটের কারণে সিরিয়ানরা অতিরিক্ত কষ্টের মুখোমুখি হবে বলে জানিয়েছেন, জাতিসংঘের আন্তর্জাতিক তদন্ত কমিশনের চেয়ারম্যান পাওলো পিনহেইরো।

শনিবার (১৯ মার্চ) মানবাধিকার কাউন্সিল অধিবেশনে উপত্থাপিত একটি প্রতিবেদনে তিনি এসব কথা বলেন।

পাওলো পিনহেইরো বলেন, সিরিয়ার মোট জনসংখ্যার ৯০ ভাগেরও বেশি দারিদ্রতা নিয়ে বসবাস করছে। ১২ মিলিয়ন মানুষ খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে। করোনা মহামারিতে দেশটির নাগরিকদের মধ্যে সুচিকিৎসা প্রদান করা যায়নি। ফলে করোনা সঙ্কট মোকাবেলাতেই ব্যর্থ হয়েছে সিরিয়ান নাগরিকরা।

তিনি বলেন, ইউক্রেন সংকটের ফলে সিরিয়ানরা অতিরিক্ত কষ্টের মুখোমুখি হবে। মুদ্রাস্ফীতি ইতিমধ্যেই আকাশচুম্বী, যা সিরিয়ানদের অতি মাত্রায় দূর্ভোগের স্পষ্ট ইঙ্গিত। আমদানির দাম বেড়েছে এবং গম আমদানি নিয়ে উদ্বেগ রয়েছে। সরকার জ্বালানিসহ প্রয়োজনীয় পণ্যের রেশনিং শুরু করেছে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ