বৃহস্পতিবার | ১৮ সেপ্টেম্বর | ২০২৫

মাদারীপুরে যাত্রীবাহী বাস খাদে: নিহত ১৬, আহত ৩০

মাদারীপুরের শিবচরে এক্সপ্রেসওয়ের রেলিং ভেঙে যাত্রীবাহী বাস খাদে পড়ে ১৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

রোববার (১৯ মার্চ ) সকালে শিবচরের কুতুবপুরে যাত্রাবাড়ী-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন শিবচর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাঈম মো. মোফাজ্জেল হক। তিনি বলেন, রোববার (১৯ মার্চ) সকালে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে যায়। এ দুর্ঘটনায় ঘটনাস্থলে ১৪ জন নিহত হয়। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে আরও ২ জন মারা যান। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ জনে।

তিনি আরও বলেন, পদ্মা সেতুর এ্যাপরোচ সড়কের পাঁচচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। উদ্ধার কাজ চলছে। বিস্তারিত পরে জানানো হবে।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img