জাতিসংঘ মহাসচিবের সাথের রাজনৈতিক দলের সংলাপে ইসলামী দলগুলোকে এড়িয়ে যাওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া।
তিনি বলেন, কিছুদিন পূর্বে জাতিসংঘের মহাসচিব সাহেব বাংলাদেশে এসেছিলেন এবং সকল রাজনৈতিক দলের সাথে মতবিনিময় করেছেন। কিন্তু ইসলামী রাজনৈতিক দলগুলোকে সুকৌশলে এড়িয়ে যাওয়া হয়েছে। এটা অত্যন্ত দুঃখজনক। দেশের সকল সংকটাপন্ন পরিস্থিতিতে ইসলামী রাজনৈতিক দলগুলো অবদান রেখেছে। কিন্তু রাষ্ট্রের পক্ষ থেকে দলগুলোকে মাইনাস করা চরম হতাশা জনক। এতে রাষ্ট্রের কল্যাণে কোন সুফল বয়ে আনবে না।
মঙ্গলবার (১৮ মার্চ) ঢাকা মেট্রো লাউঞ্জে ছাত্র জমিয়ত বাংলাদেশের আয়োজিত এক আলোচনা সভা ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।
ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন, জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমী, যুগ্ম মহাসচিব মাওলানা তাফাজ্জুল হক আজিজ, যুগ্ম মহাসচিব মাওলানা লোকমান মাযহারী, প্রচার সম্পাদক মাওলানা জয়নুল আবেদীন, তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক মাওলানা শারফুদ্দিন ইয়াহইয়া, ছাত্র বিষয়ক সম্পাদক মুফতী মাহবুবুল আলম, ঢাকা মহানগর উত্তরের সভাপতি মুফতী মকবুল হোসাইন কাসেমী, সাধারণ সম্পাদক মাওলানা নূর মোহাম্মদ কাসেমী, মানিকগঞ্জ জেলা জমিয়তের সভাপতি মুফতী শামসুল আরেফিন খান সাদী, জমিয়ত নেতা মাওলানা শরীফ মুহাম্মদ ইয়াহইয়া, মাওলানা আনোয়ার ঢাকুবী, ফখরুদ্দিন হোসাইনী, মাওলানা নুরুল আলম ইসহাকী, মাওলানা বোরহানউদ্দিন, মাওলানা মোহাম্মদ আলী, মাওলানা মঈনুদ্দিন মানিক, মাওলানা ফাইয়াজ আব্দুল্লাহ সাবেক সহ সভাপতি অ্যাডভোকেট সালমান আহমদ প্রমুখ।