বৃহস্পতিবার, মার্চ ২০, ২০২৫

ভোটের অধিকার প্রতিষ্ঠায় প্রয়োজনে আবারও লড়াই করব : শহিদুল ইসলাম বাবুল

কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল বলেছেন, ‘ষড়যন্ত্র শেষ হয়নি। ওয়ান-ইলেভেনের কাহিনি কিন্তু ঘুরেফিরে এখনো চলছে। এসব ছলাকলা চলবে না।’

মঙ্গলবার (১৮ মার্চ) সন্ধ্যায় ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গাজিরটেক এলাকায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও ইফতারপূর্ব আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শহিদুল ইসলাম বাবুল বলেন, ‘ওয়ান-ইলেভেনের ষড়যন্ত্র আওয়ামী লীগের ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র বরদাশত করা হবে না। হাসিনার বিরুদ্ধে যেমন লড়াই করেছি, প্রয়োজনে আবারও লড়াই করে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করব।’

‘আমরা বিএনপি পরিবার’-এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মো. আলমগীর কবিরের আয়োজনে বিএনপি নেতা মোস্তফা কবিরের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন, ফরিদপুর জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্যসচিব এ কে কিবরিয়া স্বপন, মহানগর কৃষক দলের সভাপতি অ্যাডভোকেট মামুন অর রশীদ, ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস প্রমুখ।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img