নির্বাচন ছাড়া দেশ আর কতদিন চলবে? এমন প্রশ্ন রেখে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, নির্বাচন দেরি হলে দেশের মানুষ হতাশায় ভুগবে। মানুষ চায়, অন্তর্বর্তী সরকার অবাধ-সুষ্ঠু নির্বাচন করবে।
শনিবার (১৯ এপ্রিল) দুপুরে নাটোরে জেলা পরিষদ অডিটোরিয়ামে এক সেমিনারে এসব কথা বলেন রুহুল কবির রিজভী।
রিজভী বলেন, নির্বাচন ছাড়া দেশ আর কতদিন চলবে? ৮ মাস তো হয়ে গেছে, আপনারা বলেছেন ডিসেম্বরে নির্বাচন। তাহলে সংস্কার কত, আর সময় লাগবে কত আপনাদের। দেশের মানুষ ভোট দিয়ে সরকার গঠন করবে। দেশের মানুষ হাসিনার পতন দেখতে চেয়েছে, অন্তর্বর্তী সরকার অবাধ-সুষ্ঠু নির্বাচন করবে তা দেখতে চায়। দেড়ি হলে মানুষ হতাশায় ভুগবে।
নাটোর জিয়া পরিষদের সভাপতি আহমুদুল হক চৌধুরী স্বপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ্ মো. শফিকুল ইসলামের সঞ্চালনায় সেমিনারে প্রধান বক্তা ছিলেন, এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
এতে আরও বক্তব্যে রাখেন, জিয়া পরিষদের কেন্দ্রীয় নির্বাহী মহাসচিব প্রফেসর ড. মো. এমতাজ হোসেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক কাজী গোলাম মোর্শেদ, জিয়া পরিষদের রাজশাহী বিভাগের সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম, রাজশাহী জিয়া পরিষদের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. আব্দুল্লাহ আল মাহমুদ সালাম বিপ্লব, জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব মো. আসাদুজ্জামান আসাদ প্রমুখ।