মেয়রের দায়িত্ব পালনের এক বছরে মশা নিয়ন্ত্রণে সফলতার দাবি করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
বুধবার (১৯ মে) দায়িত্বগ্রহণের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।
মেয়র বলেন, করোনা ভাইরাস মহামারির মধ্যে যাতে নগরবাসীকে ডেঙ্গুর পীড়াদায়ক অভিজ্ঞতার মুখোমুখি হতে না হয়, সে জন্য শুরু থেকেই মশা নিয়ন্ত্রণে সবচেয়ে বেশি জোর দিয়েছি।
বিগত এক বছরের কাজের চিত্র তুলে ধরতে গিয়ে পুরান ঢাকা অধ্যুষিত দক্ষিণ ঢাকার মেয়র বলেন, গত এক বছরে ডিএসসিসিতে ডেঙ্গুতে কেউ আক্রান্ত হয়নি। আল্লার রহমতে আমরা সফলতা পেয়েছি। এ বছর জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে কিউলেক্স মশার উপদ্রব বাড়লেও অল্প সময়ের ব্যবধানে সেটা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি।
গত বছরের মতো এবারও রাজধানীবাসীকে ডেঙ্গুর উপদ্রব থেকে মুক্তি দেওয়া সম্ভব হবে বলে আশ্বস্ত করেন মেয়র।
এ সময় আসন্ন বর্ষায় নগরবাসীকে জলাবদ্ধতা থেকে বহুলাংশে মুক্তি দিতে পারবেন বলেও জানিয়েছেন ডিএসসিসি মেয়র।