সিরিয়ায় কৃষিখাতে সহযোগিতা বাড়াতে আন্তর্জাতিক রেড ক্রসের সঙ্গে বৈঠক করেছেন সিরিয়ার কৃষিমন্ত্রী ড. আমজাদ বাদর। বৈঠকে উভয় পক্ষ ভবিষ্যৎ সহযোগিতার কৌশল নিয়ে আলোচনা করেন।
রবিবার (১৮ মে) সিরিয়ার রাজধানী দামেস্কে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বৈঠকে, আন্তর্জাতিক রেড ক্রসের পক্ষ থেকে সিরিয়া প্রতিনিধি দলের প্রধান স্টেফান সাকালিয়ান উপস্থিত ছিলেন। এসময় তিনি রেড ক্রসের নতুন প্রকল্প বাস্তবায়নের নকশা তুলে ধরেন। পাশাপাশি যেসব প্রতিবন্ধকতা সংগঠনের কাজকে ব্যাহত করেছে তা নিরসনের বিষয়েও গুরুত্ব দেন।
স্টেফান সাকালিয়ান বলেন, রেড ক্রস সিরিয়ায় তাদের কার্যক্রম সম্প্রসারণে আগ্রহী এবং দেশটির কৃষি খাতে বিভিন্ন প্রকল্পে আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা দিতে প্রস্তুত।
তিনি বিশেষ করে পানির প্রকল্প, গবাদি পশুর টিকাদান, এবং কৃষি মন্ত্রণালয়ের জনবলকে বৈজ্ঞানিক প্রশিক্ষণ প্রদানের বিষয়গুলোকে অগ্রাধিকার দেওয়ার কথা জানান।
বৈঠকে কৃষকদের টেকসই উন্নয়নের জন্য বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর সহায়তা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
এ আলোচনা সিরিয়ার কৃষি পুনর্গঠন এবং খাদ্য নিরাপত্তা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে বলে আশা করা হচ্ছে।
সূত্র: সানা