সোমবার, মে ১৯, ২০২৫

আমেরিকা ও ইউরোপের বিরুদ্ধে চীনের শুল্কারোপ

spot_imgspot_img

আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন, তাইওয়ান ও জাপান থেকে আমদানিকৃত প্লাস্টিক পণ্যে সর্বোচ্চ ৭৫ শতাংশ পর্যন্ত অ্যান্টি ডাম্পিং শুল্ক আরোপ করেছে চীন। সোমবার (১৯ মে) দেশটির বাণিজ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানায়। প্লাস্টিক ডাম্পিং নিয়ে তদন্তের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানায় বেইজিং।

এই নতুন শুল্ক মূলত পলিফরম্যালডিহাইড কোপলিমার নামের একটি প্লাস্টিকজাত পণ্যের ওপর আরোপিত হয়েছে, যা গাড়ির যন্ত্রাংশ, চিকিৎসা যন্ত্র এবং গৃহস্থালি পণ্যে বহুল ব্যবহৃত হয়।

রবিবার বাণিজ্য মন্ত্রণালয় জানায়, নতুন এই শুল্কহার ৩.৮ শতাংশ থেকে শুরু করে সর্বোচ্চ ৭৪.৯ শতাংশ পর্যন্ত হতে পারে এবং তা সোমবার থেকেই কার্যকর হবে।

এই সিদ্ধান্ত এমন এক সময়ে এসেছে, যখন আমেরিকা ও চীন সাম্প্রতিক এক সমঝোতায় একে অপরের পণ্যে আরোপিত ব্যাপক শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত করেছে।

এটি বাণিজ্যযুদ্ধের উত্তেজনা কিছুটা প্রশমিত করার অস্থায়ী উদ্যোগ, যা বিশ্ববাজার ও আন্তর্জাতিক সরবরাহব্যবস্থায় এতদিন ব্যাপক প্রভাব ফেলেছিল।

যেসব দেশের সঙ্গে বাণিজ্যিক বিরোধ রয়েছে, সেসব দেশের বিরুদ্ধে প্রায়ই অ্যান্টি-ডাম্পিং তদন্ত করে চীন।

এর আগে, গত এপ্রিল মাসে, ইউরোপীয় ইউনিয়নের ব্র্যান্ডি আমদানির বিরুদ্ধে অ্যান্টি-ডাম্পিং পদক্ষেপ নেয় দেশটি। ফলে ফ্রান্সের রপ্তানিনির্ভর কনিয়াক শিল্পে বড় ধরনের প্রভাব পড়ে।

সূত্র: বাসস

সর্বশেষ

spot_img
spot_img
spot_img