জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) মুখচ্ছবি বাধ্যতামূলক না করার দাবি জানিয়েছে রাজারবাগ দরবার শরাফের মহিলা আনজুমান।
সোমবার (১৯ জুন) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক সংবাদ সম্মেলনের মাধ্যমে সরকারের কাছে এ দাবি জানিয়েছে তারা। পর্দানশীল নারীদের জাতীয় পরিচয়পত্রের জন্য মুখচ্ছবি বাধ্যতামূলক না করাসহ তিন দফা দাবিতে ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে মহিলা আনজুমানের নারী সদস্যরা সংবাদ সম্মেলন করেন।
এনআইডি নির্ভুলভাবে শনাক্ত করার জন্য ফিঙ্গার প্রিন্ট ও আইরিস যথেষ্ট দাবি করে সংবাদ সম্মেলনে বলা হয়, মুখচ্ছবিকে পুঁজি করে বরং অপরাধ ও দুর্নীতি করার সুযোগ তৈরি হয়।
সংবাদ সম্মেলনে আনজুমানের মুখপাত্র শারমিন ইয়াসমিন লিখিত বক্তব্যে বলেন, গত ১২ জুন বাংলাদেশ সরকারের মন্ত্রিসভার এক বৈঠকে জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০২৩ এর খসড়ার অনুমোদন হওয়াকে কেন্দ্র করে আজ আমরা এ দাবি জানাচ্ছি।
তিনি বলেন, শুধু মুখচ্ছবি দিতে সম্মতি না দেওয়ায় এনআইডি বঞ্চিত হয়ে আছেন অসংখ্য নারী, যারা সরকারের নিবন্ধন আওতার সম্পূর্ণ বাইরে। অথচ সরকারি ডাটাবেজে সব নাগরিকের নিবন্ধন থাকা জাতীয় নিরাপত্তার স্বার্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেহেতু পর্দানশীন নারীরা ফিঙ্গার প্রিন্ট দিয়ে সরকারি নিবন্ধনের আওতায় আসতে ইচ্ছুক, তাই বিষয়টি অবশ্যই ইতিবাচক। এ ক্ষেত্রে ছবি বাধ্যতামূলক না করে ফিঙ্গার প্রিন্ট ডাটা নিয়েই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচিত হবে তাদের জাতীয় নিবন্ধনের অন্তর্ভুক্ত করে নেওয়া।