ইরান ও ইসরাইলের মধ্যে চলমান সংঘাতের কারণে উদ্ভূত পরিস্থিতিতে ইরানে আটকেপড়া ভারতীয় নাগরিকদের উদ্ধারে ‘অপারেশন সিন্ধু’ নামে একটি বিশেষ কর্মসূচি শুরু করেছে ভারত সরকার।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির বরাত দিয়ে বিবিসি বাংলার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, ক্রমাগত পরিস্থিতির অবনতি হওয়ায় ভারত সরকার গত কয়েকদিন ধরেই ইরানে ভারতীয় নাগরিকদের নিরাপত্তার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। এর প্রথম পদক্ষেপ হিসেবে, ভারতীয় দূতাবাস গত মঙ্গলবার (১৭ জুন) ইরানের উত্তরাঞ্চল থেকে ১১০ জন ভারতীয় শিক্ষার্থীকে নিরাপদে সরিয়ে এনেছে। এই শিক্ষার্থীদের সড়কপথে আর্মেনিয়ার সীমান্ত পার করিয়ে আর্মেনিয়ার রাজধানী ইয়েরাভানে পৌঁছানো হয়েছে। ইরান এবং আর্মেনিয়ায় অবস্থিত ভারতীয় দূতাবাসগুলো পুরো উদ্ধার প্রক্রিয়াটি নিবিড়ভাবে তদারকি করেছে।