শনিবার | ১২ জুলাই | ২০২৫

তালেবান ইস্যুতে ইমরান খানকে ২ বিশ্ব নেতার ফোন

spot_imgspot_img

তালেবানের আফগানিস্তান নিয়ন্ত্রণ নেওয়ার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে ফোন করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এবং জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মেরকেল।

মঙ্গলবার (১৮ আগস্ট) ইমরান খানকে ফোন করে তারা তালেবানের ক্ষমতা দখলসহ বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করেন বলে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে।

খবরে বলা হয়, ফোনালাপে ইমরান খানের সঙ্গে বরিস জনসন ও অ্যাঞ্জেলা মেরকেল আফগানিস্তানের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন।

তাদের সঙ্গে ফোনালাপে পাকিস্তানসহ পুরো এই অঞ্চলের জন্য একটি শান্তিপূর্ণ ও স্থিতিশীল আফগানিস্তান প্রতিষ্ঠার ওপর ইমরান খান সর্বোচ্চ গুরুত্ব আরোপ করেছেন।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img