পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ আহমেদ বলেছেন, প্রধানমন্ত্রী ইমরান খান ও মন্ত্রিসভা আফগানিস্তানের তালেবান সরকারকে স্বীকৃতির সিদ্ধান্ত নেবে।
বুধবার (১৮ আগস্ট) এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানিয়েছেন বলে পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল বুধবার রশিদ আহমেদ এক সংবাদ সম্মেলনে বলেন, একটি শান্তিপূর্ণ ও স্থিতিশীল আফগানিস্তানই ছিল পাকিস্তানের স্বার্থ। আমরা শান্তির কথা বলি এবং আমরা আমাদের ভূমি অন্য কোনো দেশের বিরুদ্ধে ব্যবহার করতে দেব না। একই সঙ্গে, আমরা অন্যের ভূমি আমাদের বিরুদ্ধে ব্যবহার করতে দেব না।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে আফগানিস্তান থেকে আগতদের অন-অ্যারাইভাল ভিসা দেওয়া হবে।
পাক স্বরাষ্ট্রমন্ত্রী জানান, গত ১৪ আগস্ট থেকে ৬১৩ জন পাকিস্তানি নাগরিক, ৯০০ বিদেশি কূটনৈতিক ও দূতাবাসের কর্মীদের পাকিস্তানে নেওয়া হয়েছে।
এ দিকে, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি গতকাল চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’কে জানিয়েছেন যে ‘আফগানিস্তানের ক্রমপরিবর্তনশীল পরিস্থিতি নিয়ে আঞ্চলিক ঐকমত’ গড়ে তোলার জন্য তিনি কয়েকটি দেশ সফর করবেন।