হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর, চট্রগ্রাম হাটহাজারী মাদরাসার শায়খুল হাদীস ও শিক্ষা পরিচালক আল্লামা জুনায়েদ বাবুনগরীর ইন্তেকালে গভীর শোক ও
সমবেদনা জ্ঞাপন করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর শায়খুল হাদীস মাওলানা ইসমাঈল নূরপুরী।
আজ বৃহস্পতিবার (১৯ আগস্ট) সংবাদ মাধ্যমে প্রেরিত এক শোক বানীতে তিনি বলেন, আল্লামা বাবুনগরী দ্বীর্ঘ সময় হাদিসের খেদমত করেছেন। অসংখ্য দ্বীনি প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত ছিলেন। ইসলাম ও মুসলিম উম্মাহ এর স্বার্থ বিরোধী যে কোনো ষড়যন্ত্রের মোকাবেলায় গুরুত্বপূর্ণ ও আপসহীন ভূমিকা রেখেছেন। লেখনীর জগতেও তার অবদান উল্লেখযোগ্য। দেশ বিদেশে তার অসংখ্য ছাত্র ও ভক্ত রয়েছে। তার ইন্তেকালে দেশ একজন সত্যিকার নায়েবে নবী আপসহীন ও আধ্যাত্মিক রাহবারকে হারিয়েছে। যা অপূরণীয়।
মাওলানা ইসমাঈল নূরপরী মরহুমের রুহের মাগফিরাত কামনা করে আল্লাহর দরবারে জান্নাতের উচ্চ মাকাম দানে দুআ করেন এবং তার শোকসনতপ্ত পরিবারের প্রতি
গভীর সমবেদনা জ্ঞাপন করে তাদের ধৈর্য্য ধারনের তাওফিক কামনা করেন।