শনিবার | ১২ জুলাই | ২০২৫

ইনসাফের চেয়ারম্যান আল্লামা বাবুনগরীর ইন্তেকালে সম্পাদকের গভীর শোক

spot_imgspot_img

উপমহাদেশের অন্যতম আলেমে দ্বীন, হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর, হাটহাজারী মাদরাসার শায়খুল হাদীস ও দেশের ইসালামী ঘরানার প্রথম অনলাইন পত্রিকা ইনসাফ- এর উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান আল্লামা হাফেজ জুনায়েদ বাবুনগরীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন ইনসাফ সম্পাদক ও প্রকাশক সাইয়েদ মাহফুজ খন্দকার।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) এক শোকবাণীতে তিনি এ শোক প্রকাশ করেন।

শোক বার্তায়, মহান আল্লাহ তা‘আলার দরবারে মরহুমের রূহের মাগফেরাত ও জান্নাতের সুউচ্চ মাকাম কামনা করেন ইনসাফ সম্পাদক। সেইসাথে তাঁর শোকাহত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন তিনি।

সাইয়েদ মাহফুজ খন্দকার বলেন, আল্লামা বাবুনগরী ছিলেন মুসলিম উম্মাহর একজন আপোষহীন রাহবার ও ওলামায়ে কেরামের আস্থার প্রতীক। দ্বীন ইসলামের জন্য বহু ত্যাগ শিকার করেছেন তিনি। কখনো বাতিলের কাছে মাথানত করেননি আল্লামা বাবুনগরী। তাঁর ইন্তেকালে জাতি একজন আপোষহীন রাহবারকে হারালো। তাঁর শূন্যস্থান কখনো পূরণ হওয়ার নয়।

ইনসাফ সম্পাদক বলেন, বাংলাদেশের ইসলামী ঘরানার প্রথম অনলাইন পত্রিকা ইনসাফ-এর প্রতিষ্ঠালগ্ন থেকেই উপদেষ্টা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছেন আল্লামা বাবুনগরী। তিনি সবসময় ইনসাফ-এর বিষয়ের খোঁজ খবর রাখতেন, পরামর্শ দিতেন।

আল্লামা বাবুনগরী বলতেন, বাতিল যে পথে আসবে সে পথেই মোকাবিলা করতে হবে। মিডিয়া অঙ্গনে ইসলাম বিরোধী শক্তির মোকাবিলায় ইনসাফের ভূমিকায় সন্তুষ্ট ছিলেন তিনি। তিনি আরও বলতেন, ইনসাফ আমার প্রিয় পত্রিকা। ইনসাফ পরিবারের জন্য তিনি সবসময়ই দুআ করতেন। নানান শারীরিক জটিলতা থাকায় ভ্রমণ করা তার জন্য কষ্টসাধ্য ছিল। তারপরও তিনি চেষ্টা করতেন ইনসাফের অনুষ্ঠানগুলোতে উপস্থিত থাকার।

মাহফুজ খন্দকার বলেন, ইনসাফের যাত্রা ছিল বন্ধুর ও কঠিন। এক প্রতিকূল পরিবেশের মধ্য দিয়ে এগোতে হয়েছে আমাদের। এরপরও গনমানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছে ইনসাফ। আল্লামা বাবুনগরী মহান আল্লাহ তায়ালার ডাকে সাড়া দিয়ে চলে গেলেও তাঁর স্বপ্ন রয়ে গেছে। তাঁর সমর্থন ও উদ্যোগই ইনসাফ-কে এত দূর পর্যন্ত নিয়ে এসেছে। তিনি আমাদের প্রতিষ্ঠানের উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান ছিলেন ঠিক, কিন্তু তিনি ইনসাফ পরিবারের সর্বোচ্চ পর্যায় থেকে মাঠ পর্যায়ের সদস্যদের প্রতিও ছিলেন আন্তরিক। মরহুমের ইন্তেকালে আমরা একজন মহান রাহবারকে হারালাম। অভিভাবক হারিয়ে ইনসাফ পরিবার আজ শোকে মুহ্যমান। আমি ইনসাফ পরিবারের পক্ষ থেকে মহান আল্লাহর দরবারে মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ রব্বুল আলামিন তাঁকে জান্নাতের সুউচ্চ স্থানে সমাসীন করুন। আমীন।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img