মঙ্গলবার | ১ জুলাই | ২০২৫

আমেরিকা গ্যাং স্টার ও গুণ্ডা: চীন

spot_imgspot_img

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন বলেছেন, আমেরিকা হচ্ছে গ্যাং স্টার এবং গুণ্ডা। তিনি মার্কিন ইন্দো-প্যাসিফিক কোঅর্ডিনেটর কার্ট ক্যাম্পবেলের এক মন্তব্যের জবাবে এ কথা বলেন।

ক্যাম্পবেল সম্প্রতি বলেছেন, আমেরিকার হাউস অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরকে কেন্দ্র করে অতিরিক্ত প্রতিক্রিয়া দেখিয়েছে চীন। তারা এটিকে তাইওয়ানের স্থিতাবস্থা পরিবর্তনের অজুহাত হিসেবে ব্যবহার করছে। তিনি আরও বলেছেন, আমেরিকার প্রতিক্রিয়া হবে ধৈর্যশীল ও কার্যকর। চীন উসকানিমূলক ও অস্থিতিশীল আচরণ করছে বলে তিনি দাবি করেন।

এর জবাবে চীনা মুখপাত্র আরও বলেছেন, আমেরিকা নিজের কাজকে গ্রহণযোগ্য হিসেবে তুলে ধরতে গ্যাং স্টারদের মতো খোড়া যুক্তি দিচ্ছে এবং গুণ্ডাদের মতো আচরণ করছে।

ওয়েন বিন বলেন, তাইওয়ান প্রণালীতে শান্তি ও স্থিতিশীলতা বিনষ্টের জন্য আমেরিকা দায়ী। আমেরিকাই একচীন নীতি মেনে চলার বিষয়ে তার নিজের দেওয়া প্রতিশ্রুতি নিজেই লঙ্ঘন করেছে।

সূত্র: পার্সটুডে

সর্বশেষ

spot_img
spot_img
spot_img