মাহবুবুল মান্নান
দেশের ঐতিহ্যবাহী ধর্মীয় বিদ্যাপীঠ চট্টগ্রাম আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ার সাবেক মুহতামিম ও শায়খুল হাদীস মুফতী আব্দুল হালীম বোখারী (রহ.) এর জীবন কর্ম শীর্ষক আলোচনা সভা ও দু’আ মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।
বৃহস্পতিবার(১৮আগষ্ট) বাদ যোহর থেকে ঢাকা বায়তুল মোকাররম জামে মসজিদস্থ ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আবনায়ে জামিয়া ইসলামিয়া পটিয়া ঢাকা’র ব্যবস্থাপনায় আয়োজিত আলোচনা সভা ও দু’আ মাহফিল মাওলানা আব্দুল খালেক আযহারীর সঞ্চালনায় ও জামিয়া পটিয়ার শায়খুল হাদীস মুফতী হাফেজ আহমদ উল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভা ও দু’আ মাহফিলে আলোচনা করেন পটিয়া মাদরাসার মুহতামিম মাওলানা মাওলানা ওবায়দুল্লাহ হামযাহ, নায়েবে মুহতামিম মাওলানা আবু তাহের নদভী, বেফাকের মহাসচিব মাওলানা মাহফুজুক হক,মাওলানা আব্দুল হামিদ (মধুপুর পীর) মুফতী ফয়জুল করিম, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতীব মাওলানা রুহুল আমীন প্রমুখ।
আলোচনা সভা ও দ’আ মাহফিলে বক্তারা আদর্শ জাতি গঠন, সহীহ দ্বীনের দাওয়াত, ইসলামী শিক্ষা বিস্তার, কওমী মাদ্রাসার ঐতিহ্য ও কুরআন সুন্নাহর প্রচার-প্রসারে মুফতী আব্দুল হালিম বোখারী রহ.এর বিশেষ অবদানের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।