গাজ্জায় ফিলিস্তিনিদের অনাহারে রেখে সুদানে মানবিক সহায়তা পাঠাচ্ছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।
সোমবার (১৮ আগস্ট) দক্ষিণ সুদানে ত্রাণ পাঠানোর ঘোষণা দেয় ইসরাইল।
এক বিবৃতিতে ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ইসরাইল সেপ্টেম্বর ২০২৪ থেকে ছড়িয়ে পড়া কলেরা প্রাদুর্ভাবের পর দক্ষিণ সুদানের জন্য জরুরি সহায়তা প্রদান করবে।
ইসরাইলের রাষ্ট্রিয় গণমাধ্যম কান জানিয়েছে, এই ঘোষণা এসেছে দক্ষিণ সুদানের সঙ্গে গাজ্জার বাসিন্দাদের তাদের ভূখণ্ডে স্থানান্তরের সম্ভাব্য আলোচনা সংক্রান্ত প্রতিবেদনসমূহের মধ্যে। যদিও জুবা এ ধরনের কোনো চুক্তি অস্বীকার করেছে।
দৈনিক ইসরাইল হায়োম জানায়, পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সার এর তত্ত্বাবধানে এই সহায়তা প্যাকেজে থাকবে মৌলিক চিকিৎসা সামগ্রী, পানি পরিশোধন সরঞ্জাম এবং খাদ্য সামগ্রী।
প্রসঙ্গত, এই ঘোষণাটি এ কারণে বিশেষভাবে নজর কেড়েছে কারণ ২ মার্চ থেকে গাজ্জার সব প্রবেশপথ অবরোধ করে রেখেছে ইসরাইল। মানবিক কনভয় প্রবেশে বাধা দিচ্ছে এবং শুধুমাত্র সীমিত পরিমাণ সামগ্রী অনুমোদন দিচ্ছে, যা অঞ্চলের প্রয়োজনের তুলনায় খুবই কম।
স্বাধীনতার অধিকার সংস্থা ও জাতিসংঘের কর্মকর্তারা বারবার অভিযোগ করেছেন যে, ইসরাইল গাজ্জার জনগণের বিরুদ্ধে উদ্দেশ্যপূর্ণ ক্ষুধা অব্যবহার করছে।
সূত্র: ইয়ানি সাফাক