শনিবার, মে ১৭, ২০২৫

গাজীপুরে তরণীকে ধর্ষণের অভিযোগে পুলিশ কনস্টেবল গ্রেফতার

spot_imgspot_img

বিয়ের প্রলোভন দেখিয়ে কনস্টেবল কামরুজ্জামান (২৩) কৌশলে এক আত্মীয়ের বাসায় ডেকে নিয়ে গিয়ে এক তরুণীকে ধর্ষণ করে। পরে সেই তরুণী মায়ের কাছে সব বিষয় খুলে বলে। পরে ওই ঘটনায় গাজীপুর থানায় একটি মামলা করা হয়। সেটি জানতে পেরে কনস্টেবল বিভিন্ন সময় মোবাইল ফোনে ওই তরুণীকে মামলা তুলে নেওয়ার হুমকি দেয়। কিন্তু মামলা তুলে নিতে অস্বীকৃতি জানালে শনিবার (১৮ সেপ্টেম্বর) মধ্যরাতে ওই তরুণীর বাসায় এসে ভয়ভীতি দেখিয়ে হুমকি দেয় পুলিশের এ কনস্টেবল।

রবিবার (১৯ সেপ্টেম্বর) ভুক্তভোগীর করা মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ি থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম এলাকাবাসীর বরাত দিয়ে এই তথ্য জানান।

গ্রেফতার পুলিশ কনস্টেবল সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার বিয়ারা গ্রামের বিল্লাল হোসেনের ছেলে। বর্তমানে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন, উত্তরা) কর্মরত আছেন।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img