মঙ্গলবার | ৩০ ডিসেম্বর | ২০২৫
spot_img

গাজ্জার জাবালিয়া শরণার্থী শিবিরে হামলা চালিয়ে ৩৩ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইল

গাজ্জার উত্তরাঞ্চলে জাবালিয়া শরণার্থী শিবিরে বিমান হামলা চালিয়ে ২১ নরীসহ ৩৩ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল। বাকি শহীদদের সবাই শিশু বলে জানা গেছে।

শুক্রবার (১৮ অক্টোবর) ফিলিস্তিনি বার্তা সংস্থা একা প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ফিলিস্তিনি বার্তা সংস্থা জানায়, ইহুদিবাদীদের এই হামলায় অন্তত ৭০ জন আহত হয়েছেন।

মোহাম্মদ সালহা নামে একজন ডাক্তার জানান, তার হাসপাতালে আহতদের ভর্তি করা হয়েছে এবং এদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। যখন তিনি সাংবাদিকদের সাথে কথা বলেন তখনো ধ্বংসস্তুপের নিচে অনেকে আটকা পড়েছিলেন বলে জানান ডাক্তার সালহা।

তিনি জানান, অপারেশন থিয়েটারগুলোর ধারণ ক্ষমতার চেয়ে বেশি আহত মানুষ হাসপাতালে ভর্তি করায় তাদের সেবা দিতে মারাত্মকভাবে বেগ পেতে হয়েছে। আহতদের মধ্যে অনেকেই পুড়ে গেছেন।

তিনি আরও জানান, হাসপাতাল থেকে সেখানকার স্টাফদের চলে যাওয়ার জন্য ইসরাইল নির্দেশ দিয়েছে কিন্তু আহতদের চিকিৎসার প্রয়োজনীয়তার কথা চিন্তা করে স্টাফরা হাসপাতাল ত্যাগ করবেন না।

সূত্র : পার্সটুডে

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ